Monday, 12 January 2015

How to bring down a dictator


Bringing down a dictator is like a wood cutter with an axe trying to cut down a mighty tree, he can’t make it fall in one day, but each morning, he chops away at it. Each morning a little bit more. And one day while he is sleeping, the tree will fall. This is exactly how resilient and wise people of Bangladesh should fight the fascist Sheikh Hasina regime, never stop or lose hope, because with persistence and perseverance even a mighty mountain could be moved. Increase and diversify the intensity of  this movement to free our country, the hunger strike in front of British House of parliament recently will get media and international attention. Leaders should make it clear to the world that they can not support fascism against the will of the people, and that means international coordination with world leaders. But importantly at home we need to get people from all parties involved, especially those parties that have not yet come out in the streets, this requires diplomacy, coordination and a lot of persuasion.

বিএনপি নেত্রীর মাথা খারাপ না হাসিনার মাথা খারাপ ?


অহংকার আর দাম্বিকে পরিপূর্ণ আওয়ামী নেতাদের কথা শুনলে মনে হয় যেন এদের জন্ম হয়েছে নর্দমায়। একতো অন্যায় করতেছে, জোর করে ক্ষমতায় আছে, অতচ যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিস্টিত করতে চায় তাদের সাথে টাট্রা মশকারা করতেছে। সোহরাওয়ার্দী উদ্যোনে তাদের আয়োজিত চেতনার সমাবেশকে পুজি করে sarcastically বলতেছে ভাই খবর পাইচেনত? ভারতের সরকারের গোলামদের মুখ থেকে এরকম কথাই আশা করা যায়। কারণ তারাইতো গোলামির দড়ি ১৭ কোটি মানুষের গলায় পরিয়ে দিয়েছে। আমার আশ্চর্য হয় যারা ঐ সব অনৈতিক, দাম্ভিক এবং ইতর নেতাদেরকে অনুসরণ করে। এই সব লোকের চুখ কি নাই, তাদের বিবেক বুদ্ধি কি নাই, তাদের যদি চুখ না থাকে, কান দিয়ে শুনতে না পারে তবুওতো একটি অন্তর আছে, এরাই কি এতই খারাপ যে দেশের ভাল মন্দ বুজে না, তাদের কথাই না হয় বাদ দিলাম, অন্ততপক্ষে তাদের সন্তান্দের ভবিষ্যতের কথা চিন্তা করে জনগণকে এই হারামি  ডাকাতদের কাছ থেকে উদ্ধার করার জন্য সচেষ্ট হতে পারত। কিন্তু না, দলে দলে ইতরদের সমাবেশে যোগ দিয়ে, মাথা উঁচু করে, ব্যানার উড়িয়ে পাগলের মত বলতে থাকে, যা বুজার বুজেন , আমারা ইতরের অনুসারী, আমাদের কাছে ন্যায় অনন্যায়, নীতি নৈতিকতা বলতে কিছু নাই। আমরা শুধু টাকার আর ক্ষমতার গোলামি করতে ভালবাসি। আমরা দাম্বিক অহংকার ইতরের অনুসারী, আমরা হাসিনা, মায়া, হানিফ, কামরুলদের সেবাকারী, আমরা এই নীতিতে বিশ্বাসী যে, জুর যার মুলুক তার। আর এই ভাবেই আমরা জঙগণের আওয়াজকে স্তব্দ করে দিব। কেই কিচু করতে পারবে না আর আমাদের কিছু শয়তান রয়েছে, তাদের কাজই হচ্ছে শয়তানীতে আমাদের সাহযেগিতা করা আর তারা হচ্ছে ইনু মেনু, কাল বিড়াল, হাসান মাহমুদ, H, T ইমামদের মত আরো অনেক, যারা হাসিনাকে ভাল ভাল শয়তানী বুদ্ধি দেয়


কিন্তু আমি বলি, বেশী বেশী হাস না, কারণ বেশী দাম্বিক হাসি আল্লাহ্‌ পছন্দ করেন না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিৎ। তোমাদের সামনেইত বড় বড় স্বৈরশাসক জুলুমবাজদের পতন হয়েছে, তারাইত তেমাদের চেয়েও শক্তিশালী ছিল। এখন শুধু সময়য়ের ব্যাপার, অচিরেই তোমাদের সময় আসবে। ইনশাল্লাহ