Sunday, 9 November 2014

বিএনপির ও জামায়াতের একে ওপরকে কাদা ছোঁড়াছুড়ি করলে বেশী লাভমান হবে সরকার।


বিএনপির ও জামায়াতের একে ওপরকে কাদা ছোঁড়াছুড়ি করলে বেশী লাভমান হবে সরকার। কারন তারা চায় জোটের মাঝে অনৈক্য ও পারস্পরিক অনাস্থা সৃষ্টি করে তাদেরকে দুর্বল, হতাশ ও বিভ্রান্ত করা।

এদের সামনে মূল বাঁধা এখন বিশ দলীয় রাজনৈতিক প্রতিপক্ষএই জোটের মাঝে অনৈক্য ও পারস্পরিক অনাস্থা সৃষ্টি করে তাদেরকে দুর্বল, হতাশ ও বিভ্রান্ত করার জন্যেই যুদ্ধাপরাধের বিচারটি ব্যবহার করা হচ্ছে এটাই এই বিচারের অঘোষিত উদ্দেশ্য জনগণের দাবী তাদের কাছে মুখ্য বিষয় নয় এবং মেজরিটি গণতন্ত্রে ও তারা বিশ্বাসী নয়। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যত দিন পারা যায় ক্ষমতায় টীকে থাকা - এর জন্য দেশের স্বার্থ বিক্রি করে দিলে ও তাদের কোন যায় আসে না। বিদেশী প্রভুদের সঙ্গে বিভিন্ন গোপন চুক্তিতে আবদ্ধ হয়ে ২০২১ পর্যন্ত এই দেশ শাসনের ইজারা নিয়েছেন। এদের সামনে মূল বাঁধা এখন বিশ দলীয় জোট।

 
বাস্তবতা হচ্ছে, চরিত্রহীন মুনাফিক, লোভী বিদেশী রাষ্ট্র, যাদের উপর ভরসা করে বিএনপি অপেক্ষায় আছে, তারা কোন কার্যকরী প্রেশার এই সরকারকে দিবেনা। এই সরকার জানে যতদিন পর্যন্ত আইন প্রয়োগকারি বাহিনী এবং সেনাবাহিনী তাদের পক্ষে দালালী করবে এবং বিদেশী রাষ্ট্রের স্বার্থের সেবা করতে পারবে, বিরুধি দল যতই চিল্লাচিল্লি করুক না কেন, সরকারের দুম নাড়াতে পারবে না। তবে একটি বাধা হচ্ছে বিরুধি দলের ঐক্য, এই ঐক্য ভাঙতে পারলেই তাদের স্বপ্ন পাকাপুক্ত হয়ে যাবে।


কাজেই বিএনপি এবং জামায়াতের নেতৃত্ব ও কর্মীদেরকে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের পুরো পরিকল্পনা ও অপকৌশলটি উপলব্ধি করতে হবে কোনরূপ আবেগ বা হতাশার বশবর্তি হয়ে নয় - বরং এই জোটের প্রধান দুটি দলকেই রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও পাল্টা কৌশল দিয়ে সরকারের অপকৌশলের সকল জাল ছিন্ন করতে হবে জামায়াত ও বিএনপির রাজনৈতিক দর্শন এক ও অভিন্ন নয় অমিল গুলি এক পাশে রেখে মিলগুলি কাজে লাগিয়ে বৃহত্তর ঐক্য রচনা করতে হবে সবাই জানে যে, ১৯৯১ আওয়ামী লীগ ২ মন্ত্রী ও ৭ এমপি পদ জামায়াতকে দিতে চেয়েছিল। কিন্তু এখন কালো বিড়াল ও কামরুল-মায়াদের মুখে বিএনপির জামায়াতকে মন্ত্রী দেয়া বিষয় অভিযোগ শুনে মুখে হাসি পায়। বিএনপির যে নীরবতা জামায়াতকে কষ্ট দিয়েছে সেই নীরবতাই কেন কামরুলদেরকে তেলে বেগুনে জ্বালিয়ে দিয়েছে তাও হিসাব করে দেখতে হবে

সরকার চাইবে এই দুটি দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেকাজেই বিএনপি ও জামায়াতের উচিত হবে না সরকারের সেই ট্র্যাপে পা দেওয়াএই মুহুর্তে বিশ দলের অনৈক্য জাতির জন্যে চরম সর্বনাশ ডেকে আনতে পারে


বাইরের কোন শক্তি সহজে বিএনপি জামায়তকে ক্ষমতায় দেখতে চাইবে নাবিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে পারে আল্লাহ তায়ালার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এর পরে এদেশের জনগণকারন পুতুল বা দালাল সরকার হিসাবে কাজ করতে বাইরের যে কোন শক্তির প্রথম চয়েজ হবে আওয়ামী লীগ, কখনই বিএনপি জামায়াত নহে দেশের ভেতরে নিজেদের প্রকৃত সমর্থন বেইজকে উপেক্ষা করে অন্য কোন শক্তির উপর পুরোপুরি নির্ভর করলে বিএনপি জামায়াত মারাত্মক ভুল করবেএটা সত্য যে বৈশ্বিক রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখা সম্ভব হবে নাতবে তা কখনই নিজের শেকড়কে কেটে নয়বিএনপিকে জামায়াতকে তাদের রাজনীতি নিয়ে অগ্রসর হতে হবেঅন্য কারো রাজনীতি নয়

No comments:

Post a Comment